জাতীয়
বেনাপোলে কায়বা সীমান্তে ৭০ স্বর্ণের বার উদ্ধারসহ আটক ২
যশোরের বেনাপোলে কায়বা সীমান্তে অভিযান চালিয়ে ৭০ পিস স্বর্ণের বার ও একটি প্রাইভেটকারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবির বিশেষ টহল দল। বুধবার খুলনাস্থ ২১ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন
আটক ব্যক্তিরা হলেন-মো. শফিকুল ইসলাম। তিনি বেনাপোলের পুটখালীর মৃত দেবেন মোড়লের ছেলে। অপরজন হান্নান প্রধান। তিনি চাঁদপুরের কচুয়া থানার বটদৈল গ্রামের মৃত রতন প্রধানের ছেলে।
খুলনাস্থ ২১ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, বুধবার পাঁচকায়বা আম বাগানের পাশ দিয়ে একটি স্বর্ণের বড় চালান ভারতে পাচার হবে-এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে সেখানে একটি সাদা রংয়ের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়।
এসময় প্রাইভেটকারের ডান পাশে স্টিয়ারিংয়ের সামনে মিটার গেজে স্টিলের বক্সের ভেতরে কসটেপ দিয়ে মুড়িয়ে অভিনব কায়দায় লুকানো ৮ কেজি ১৬৩ গ্রাম ওজনের মোট ৭০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তিনটি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার জব্দ এবং দুজনকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য সাড়ে ৬ কোটি ৫১ লাখ ৯০ হাজার টাকা বলে জানায় বিজিবি।