বরগুনা
বেতাগী পৌর নির্বাচনে আ.লীগ-বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
নিজস্ব প্রতিবেদক ॥ সারাদেশে ২৮ ডিসেম্বর প্রথম ধাপের পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র এ বিএম গোলাম কবীর।
অপরদিকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবীর মল্লিক। দুপুরে আলাদাভাবে উপজেলা নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তারা।
মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন এদিন।
১৯৯৯ সালের ১৮ মার্চ ৭.৭২ বর্গকিলোমিটার আয়তনে বেতাগী পৌরসভা গঠিত হয়। এ পৌরসভায় বর্তমান মোট ভোটার সংখ্যা নয় হাজার ২৭৭ জন, এর মধ্যে পুরুষ ভোটার চার হাজার ৫৪২ জন এবং নারী ভোটার চার হাজার ৭৩৫ জন।