বরগুনা
বেতাগীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক॥ বরগুনার বেতাগীতে রবি প্রণোদনা ২০২১-২২ অর্থ বছরে বোরো হাইব্রিড ধানের সমলয় চাষাবাদের আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কাজিরাবাদ ইউনিয়নে কুমারখালী শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীনের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বরগুনা-০২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মাকসুদুর রহমান ফোরকান।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর, খামার বাড়ির উপ-পরিচালক, এএসএম জোবায়দুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম পিন্টু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘রাইস ট্রান্সপ্লান্টার’ বা চারা রোপণের যন্ত্র দ্বারা দিনে এক ঘণ্টায় ৩০ জন কৃষকের সারা দিনের কাজ শেষ করা যাবে। এতে কৃষকের সময় ও শ্রম সাশ্রয় হবে, কৃষি উৎপাদনও বেশি হবে।