বরগুনা
বেতাগীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনার বেতাগীতে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা, শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। আজ বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে একটি শোভাযাত্রা পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদিক্ষন শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মুখে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ এবিএম গোলাম কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাধারন সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান, ছাত্রলীগ সভাপতি বিএম আদনান খালিদ মিথুন। এর আগে দলীয় কার্যালয় কেক কাটা হয়। এ সময় পৌরসভার মেয়র আলহাজ¦ এবিএম গোলাম কবির, উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম পিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, বেতাগী সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসীন ফয়সাল অপু, উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আদনান খালিদ মিথুনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।