বরগুনা
বেতাগীতে দেশীয় অস্ত্র উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনার বেতাগী উপজেলার সরিষামুরি ইউনিয়নের বেতমোর গ্রামের এলাকার চিহ্নিত চোর এইচ এম রানা ওরফে সিদ্দিকের বাড়ী থেকে দেশীয় পাইপগান, ৪টি গোলাবারুদ,৪টি চাকু,চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জাম সহ বিপুল পরিমান চোরাই মাল উদ্বার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু ও ওসি তদন্ত আঃ সালামের নেতৃত্বে রবিবার রাত ১২ টায় অভিযান চালায়। এ সময় চোর সিদ্দিককে বাড়ীতে পাওয়া যায়নি।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু জানান, আমরা গোপন সংবাদ পেয়ে অভিযান চালাই,দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমান চোরাই সরঞ্জাম ও মালামাল উদ্বোর করি। চোর সিদ্দিক বাড়ীতে না থাকায় আটক করতে পারিনি,তবে আটকে চেষ্টা চলছে।
এলাকা বাসী জানান, চোর সিদ্দিক চুরি এবং ডাকাতির সাথে দীর্ঘ দিন জড়িত। এলাকায় এমন অভিযান যাতে সব সময় করা হয় পুলিশের কাছে জোর দাবী জানাই।