লিড
বেইলি রোডে আগুনে পুড়ে নিহত ৯
রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে লাগা আগুনে পুড়ে নয়জন মারা গেছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন ১৯ জন। এর মধ্যে ৯ জন নিহত।
বাচ্চু মিয়া বলেন, নিহত নয়জনের মধ্যে সাতজন পুরুষ এবং দুজন নারী রয়েছেন।