ঝালকাঠি
বিয়ে পাগল তিন সন্তানের জনকের কান্ড!
সরদার সুমন,নিজস্ব প্রতিবেদক।। তিন সন্তানের জনক বিয়ে পাগল রুমান শেখ। ঝালকাঠি জেলার নলছিঠি উপজেলার দেউরি গ্রামের মন্নান শেখের ছেলে রুমান শেখ(৪০)। গত আঠেরো বছর আগে বিবাহ করেন বরিশাল বাজার রোড কসাইখানার ময়না বেগমকে(৩৬)। সেই সংসারে তিন সন্তান থাকা অবস্থায় আরো দুইটি বিবাহ করেন রুমান শেখ, যা কয়েকমাস পরেই ছেড়ে দেয়।
সর্বশেষ গতমাসে প্রথম স্ত্রী ময়নার চাচাতো বোন মিতুকে বিবাহ করেন রুমান শেখ। সেটা নিয়ে জিঞ্জেস করলে প্রথম স্ত্রীকে বেধড়ক মারধর করেন রুমানসহ তার নতুন স্ত্রীর পরিবার। আজ শনিবার সকালে বরিশাল নগরীর কলাপট্টি রুমানের চোরাই মবিলের আড়ৎ ঘরে বসে বেধরক মারধর করেন রুমান, মিতুর বাবা বাচ্চু, বাচ্চুর স্ত্রী সালমা ও মেয় সুমি, বর্ষা। মারধরে ময়না বেগমের মাথায় রক্তাক্ত জখম হয়।
ময়না বেগমকে মারধর করার একপর্যায় অজ্ঞান হয়ে পরলে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী। ময়নার ছোট বোন জানান, রুমান শেখ তার বোন ময়নাকে আঠেরো বছর আগে বিবাহ করেন এবং সেই সংসারে তিনটি সন্তানও আছে তারপরও কয়েকবছর পরপরই এই রুমান শেখ বিবাহ করে আবার ছেড়ে দেয়।
গতমাসে তাদেরই চাচাতো বোন মিতুকে গোপনে বিবাহ করে রুমান, সেটা নিয়ে তার বোনের সংসারে চরম অশান্তির সৃষ্টি হয় এমনকি তার বোনের ছেলেমেয়েদের ভরণপোষণও দেয়না রুমান। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ভু্ক্তভোগী ময়নার পরিবার।