ভোলা
বিয়ের ২৬ দিনের মাথায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক॥ পুলিশ কর্মকর্তা বলেন, পারিবারিকভাবে রায়চাঁদ এলাকার মো. জাকিরের সঙ্গে ২৬ দিন আগে বিয়ে হয় আকলিমার। এদিন সকালে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ভোলার লালমোহনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ১৮ বছরের গৃহবধূ আকলিমা বেগম ওই এলাকার জাকিরের স্ত্রী ও চরফ্যাশন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাকসুদের মেয়ে। এ তথ্য নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন।
পরিবারের বরাতে তিনি বলেন, পারিবারিকভাবে রায়চাঁদ এলাকার মো. জাকিরের সঙ্গে ২৬ দিন আগে বিয়ে হয় আকলিমার। এদিন সকালে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি (তদন্ত) আরও বলেন, আকলিমার স্বামী গ্রামে রিকশা চালান। তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে। পারিবারিক কলহের জেরে আকলিমা আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।