বরগুনা
বিয়ের অনুষ্ঠান করায় বরের বাবাকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক॥ বরগুনায় কোভিড বিধি নিষেধ অমান্য করে বিয়ের অনুষ্ঠান করায় বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা। মঙ্গলবার ( ৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
বরগুনা আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামে কোভিড বিধি নিষেধ অমান্য করে শত-শত মানুষ জড়ো করে ছেলের বিয়ে অনুষ্ঠান করায় আঠারগাছিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আবুল কালামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমতলী থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও মোবাইল কোর্টের বিচারক মো. নাজমুল ইসলাম মুঠোফোনে বলেন, ইউপি সদস্যকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপস্থিত সকলকে মাস্ক ও হ্যান্ড স্যানিজাইটার ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।