বরিশাল
বিসিসির ২৮ নং ওয়ার্ডের নির্বাচন ৭ অক্টোরব
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন ইভিএমের মাধ্যমে আগামী ৭ অক্টোরব অনুষ্ঠিত হবে। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র বরিশাল জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নুরুল আলম।
তিনি জানান, ওই ওয়ার্ডের কাউন্সিলর মারা যাওয়ায় নির্বাচন বিধিমালা ২০১০ এর ১০ (৩) বিধি অনুযায়ী উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নেওয়ার জন্য ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হবে।
মনোনয়নপত্র বাছাই করা হবে ১৪ সেপ্টেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ সেপ্টেম্বর। এরপর ৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলবে।
উল্লেখ্য ২০২০ সালের ১১ ডিসেম্বর ওই ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে মারা যান। এরপর নিয়ম অনুযায়ী উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ ঘোষণা করা হলো।