বরিশাল
বিসিসির উদ্যোগে মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযান
নিজস্ব প্রতিবেদক ॥ দিনে রাতে সব সময় মশার যন্ত্রনায় অতিস্ট বরিশাল নগরীর বাসিন্দারা। এ অবস্থায় মশার বিস্তার রোধে মশক নিধন কার্যক্রম আরো জোরদার করেছে বরিশাল সিটি করপোরেশন। গত ২২ এপ্রিল শুক্রবার থেকে মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযান শুরু করেছে তারা।
সিটি করপোরেশনর সূত্র জানায়, সিটি মেয়র সাদিক আবদুল্লাহর সরাসরি তত্ত্বাবধানে এবং পরিচ্ছন্নতা বিভাগে মশক নিধন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট একদল অভিজ্ঞ কর্মী ফগার মেশিনের সাহায্যে মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে।
গত কয়েক দিনে নগরীর ৯ নম্বর ওয়ার্ডের চকেরপুলের পশ্চিম পাশ থেকে গোবিন্দ বাবুর হাবেলী হয়ে কাটপট্টি সদর রোড সংযোগস্থল, অশ্বিনী কুমার হল, প্যারারা রোড, গীর্জা মহল্লা, বিবির পুকুর পাড় হয়ে ফজলুল হক এভিনিউ থেকে নগর ভবন হয়ে ফলপট্টির মুখ, জজ কোর্ট, জেলা পরিষদ, পুলিশ সুপার কার্যালয়, ফায়ার সার্ভিস, চকের পুলের পূর্ব পাশ, ফরিয়া পট্টি, পদ্মাবতী, মাওলানা এনায়েতুর রহমান সড়ক (ফলপট্টি), বিউটি রোড, পোর্ট রোড, ভূমি অফিস এবং মোহাম্মদপুর সড়কে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।
ওইদিন বিকেলে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের বরিশাল জিলা স্কুলের সন্মুখ থেকে খাদেম হোসেন ক্লিনিক হয়ে বটতলা মসজিদ, ওয়াইডবিøউসিএ স্কুল সংলগ্ন এন. হোসেন গলি, সিগারেট ফ্যাক্টরি গলি, পরেশ সাগর ড্রেন, পুলিশ স্কুল সড়ক, টেকনিক্যাল স্কুল, বটতলা মসজিদ থেকে শশি মিস্টান্ন ভান্ডার হয়ে বাংলাদেশ ব্যাংক, দ্বীনবন্ধু সেন গলি, ঈশ্বরবসু গলি, হালিমা খাতুন স্কুলের পাশের গলি, ব্রাউন কম্পাউন্ড গলি ও বীর উত্তম সড়কে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচির তৃতীয় দিনে গতকাল রবিবার নগরীর ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। মশার প্রকোপ না কমা পর্যন্ত ফগার মেশিন দিয়ে নগরীর সকল এলাকায় মশক নিধন কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।