বরগুনা
বিষমুক্ত সবজি আবাদে কৃষক মাঠ দিবস পালন
নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনার বেতাগীতে বিষমুক্ত সবজি জাতীয় ফসল আবাদের লক্ষ্যে উপজেলার কেওড়াবুনিয়া গ্রামে কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল বেলা ১১ টায় পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ উৎপাদন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ দিবস পালিত হয়। এ সময় স্থানীয় দুই শতাধিক কৃষকের অংশ গ্রহণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন, উপজেলা কৃষকলীগ সভাপতি সেলিম আহমেদ খান, প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, কেওড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মো. সেলিম আহমেদ, কেওড়াবুনিয়া গ্রামের আইপিএম সভাপতি আব্দুল লতিফ, সফল কৃষক মোসা. রীনা বেগম ও মো. বাবুল সহ অন্যান্যরা।
মাঠ দিবসে বক্তারা উল্লেখ করেন, ধানসহ অন্যান্য ফসলের পাশাপাশি বিনা সবজি জাতীয় ফসল আবাদ খুবই লাভজনক। এ জাতীয় ফসল চাষে তুলনামূলক কম সময় লাগে এবং সারা বছর সমান চাহিদা থাকে।