ভোলা
বিচ্ছিন্ন চরে বিষপানে রাখালের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার লালমোহনের বিচ্ছিন্ন চর কচুয়াখালীতে বিষপান করে মো. তুহিন (২১) নামের এক রাখাল আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ বিচ্ছিন্ন চর কচুয়াখালীতে এ ঘটনা ঘটে। মৃত তুহিন পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নূরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নূর ইসলাম
মাতাব্বরের ছেলে।
তুহিনের ভাই বেছু মাতাব্বর জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভোগছিল তুহিন। ওই চরে সে মহিষ চড়াতো। সেখানেই একটি ঝুপড়ি ঘরে বাস করতো তুহিন। তবে ঘটনার দিন সন্ধ্যায় ওই ঝুপড়ি ঘরের ভেতরে বিষপান করে সে।
এসময় তার চিৎকারে পাশের লোকজন ও মসজিদের ঈমাম ছুটে যান। পরে তাকে ট্রলার যোগে হাসপাতাল নেয়ার পথে মারা যায় তুহিন। এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।