বরিশাল
বাসদ নেত্রী মনীষার নেতৃত্বে লাল পতাকা মিছিল
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর ৪০তম প্রতিষ্ঠাবাষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার দুপুরে নগরীর বিবির পুকুর পাড়ে সংগঠনটির পক্ষ থেকে সমাবেশ শেষে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের জেলা ও মহানগরের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব মনীষা চক্রবর্তী সমাবেশে বলেন- সারা দেশের ন্যায় বরিশালেও চলমান কয়েকটি কারখানা বন্ধ হওয়াতে শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। তাদের রুটি রুজির ব্যবস্থা করার ক্ষেত্রে সরকার বা বিরোধী দলের নেতাদের কাছে গিয়েও কর্মহারা শ্রমিকরা কোনো সমাধান পায়নি। বাসদের পক্ষ থেকে নেতৃবৃন্দ শ্রমিকদের আহ্বান করেন- তাদের সঙ্গে একত্রিত হয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে অধিকার প্রতিষ্ঠার। পরে নগরীর বিভিন্ন সড়কে লাল পতাকার মিছিল প্রদক্ষিণ করে।’