বরগুনা
বামনায় শিশুদের মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ সম্পর্কিত মতবিনিময় সভা
মোঃ ওমর ফারুক সাবু, বমনা উপজেলা প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি
ও বামনা ক্লাস্টারাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি ও প্রধান শিক্ষকদের অংশগ্রহণে প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ সম্পর্কিত মতবিনিময় সভা বুধবার (২ জুন) উপজেলার ১৬ নং পূর্ব সফিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সকল দশ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত এ মতবিনিময় সভায় বামনা উপজেলার সদর ইউনিয়নের ১৪ টি ও বুকাবুনিয়নের ইউনিয়নের ১৮ টি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি ও প্রধান শিক্ষকগনের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বামনা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি জনাব সাইতুল ইসলাম লিটু মৃধা, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার, বামনা সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. চৌধুরী কামরুজ্জামান সগীর, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও সহসভাপতি বামনা উপজেলা আওয়ামীলীগ মোশাররফ হোসেন জমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুমী খানম, শিক্ষা কমিটির সদস্য সালমা হক, সভাপতি উপজেলা যুবলীগ ও এসএমসি সাইফুল ইসলাম সরোয়ার, বামনা প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল ও সাধারন সম্পাদক নাসির মোল্লা, দৈনিক সাগরকূল পত্রিকার সম্পাদক ও প্রকাশক নেছার উদ্দিনসহ অন্যান। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক সাবু ও সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান মান্না। সভার সভাপতিত্ব করেন নির্মল চন্দ্র শীল, উপজেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত), বামনা উপজেলা।