বরগুনা
বামনায় মফস্বল সাংবাদকি ফোরামরে কমটি গঠন
নিজস্ব প্রতিবেদক,বামনা (বরগুনা) সংবাদদাতা॥ বরগুনার বামনা উপজলোয় মফস্বল সাংবাদকি ফোরামরে কমিটি গঠন করা হয়ছে। কমিটি গঠন সভায় উপস্থতি ছলিনে বাংলাদশে মফস্বল সাংবাদকি ফোরামরে বরগুনা জলো সমন্বয়কারী এম. ডি. রয়িাজ হোসনে, ও সহ-সমন্বয়কারী সাইদুল ইসলাম মন্টু।
গতকাল সোমবার (২২ র্মাচ) বামনা প্রসেক্লাব মলিনায়তনে বামনা প্রসেক্লাবরে সভাপতি ও দৈনিক ভোররে কাগজ পত্রকিার উপজলো প্রতনিধি ওবায়দুল কাদরে দুলাল আকন এর সভাপতিত্বে এবং প্রসেক্লাবরে সাধারন সম্পাদক ও দনৈকি মতবাদ পত্রকিার উপজলো প্রতনিধি নাসরি মোল্লা এর সঞ্চালনায় উপস্থতি সাংবাদকিবৃন্দরে মতামতরে ভিত্তিতে দনৈকি ইত্তফোক পত্রিকার বামনা সংবাদদাতা ও প্রসেক্লাবরে সহসভাপতি প্রভাষক মোঃ হাববিুর রহমান কে সভাপতি ও দনৈকি আমাদরে সময় পত্রিকার উপজলো প্রতিনিধি মোঃ ওমর ফারুক সাবু কে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বশিষ্টি একটি কমটি গঠন করা হয়।