বরগুনা
বামনায় কৃষি প্রণোদনায় কৃষকদের মাঝে মৌসুমী বীজ ও সার বিতরন
মোঃ ওমর ফারুক সাবু,নিজস্ব প্রতিবেদক॥ বরগুনার বামনায় কৃষিবিভাগের উদ্যোগে উফসী আউশ বীজ ধান ও রাসায়নিক সার কৃষকদের মাঝে বিতরন করা হয়। গতকাল বুধবার ২১ এপ্রিল ২০২১ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকারের সভাপতিত্বে সরকারের কৃষি প্রণোদনার আওতায় উক্ত কর্মসূচীর উদ্বোধন করা হয়।
করোনা-১৯ সংক্রামনের ২য় ধাপে এর অগ্রাসন থেকে রেহাই পায়নি প্রান্তিক ও ক্ষুদ্র চাষীরা। লকডাউনের কারণে কৃষক উৎপাদিত কৃষিপণ্য পারছে না বাজারজাত করতে। অপর দিকে মৌসুমী চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার সংগ্রহে হচ্ছে নানবিধ সমস্যা। তাই চলমান লকডাউনে সরকারের কৃষি প্রণোদনা আওতায় খরিপ-১/২০-২১ মৌসুমে উপজেলার ৪ ইউনিয়নের ১২০০ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের প্রত্যেকে উফসী আউশ বীজ ৫ কেজি, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি করে বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, অনুষ্ঠানে বক্তব্য রাখেন বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সাঈম, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্তী এদবর, দৈনিক আমাদের সময় এর প্রতিনিধি মোঃ ওমর ফারুক সাবু, কৃষক খলিল জোমাদ্দার প্রমুখ।
উপজেলার রামনা ইউনিয়নের কৃষক খলিল বলেন- বর্তমানে দেশে করোনা আমাদের কৃষককের সবশেষ করে দিয়েছে। আউশ মৌসুমে সরকার এ বীজ ও সার না দিলে আমরা কৃষকরা হওতো দেশের এ পরিস্থিতিতে বীজ সার কিনে চাষাবাদ করতে পারতাম না। আমরা সরকারকে ধন্যবাদ জানাই যথা সময়ে সার বীজ আমাদের হাতে তুলে দেয়ার জন্য।
উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্তী এদবর সাংবাদিকদের বলেন- কৃষি প্রধান বাংলাদেশে এ চলমান মহামারীতে কৃষকের হাতে সুবিধা পৌছে দিতে হবে তাতে আমরা যে পরিস্থিতিতেই থাকিনা কেনো। বর্তমান সময় আউশ ধান চাষের উপযুক্ত মৌসুম তাই অত্র উপজেলার ১২০০ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের হাতে উচ্চ ফলনশীল আউশ ধান বীজ ও রাসায়নিক সার তুলে দিয়েছি যাতে কৃষক যথাসময়ে চাষাবাদ করতে পারে। বীজ সারের অভাবে কোন মৌসুমেই কৃষকের জমিতে চাষাবাদ বন্ধ না থাকে সে জন্যই আমারা তৎপর থাকবো।