বরগুনা
বামনায় করোনা সচেতনতায় মোবাইল কোর্টের অভিযান: ২৯ জনকে জরিমানা।
মোঃ ওমর ফারুক সাবু, নিজস্ব প্রতিবেদক॥ করোনা ভাইরাস এর সংক্রমণ রোধসহ ভয়াবহতা রোধে সরকার ঘোষিত ২য় পর্যায়ের লকডাউন মানতে বাধ্য করছে প্রশাসন। তবে বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে লকডাউন অমান্যকারীদের সংখ্যাও একেবারে কম নয়। তাই লকডাউন কঠোরভাবে পালনে সহায়তায় প্রশাসনের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় জনগণকে আইন মানতে বাধ্য করার লক্ষ্যে মাঠে নেমেছে বরগুনার বামনা উপজেলা প্রশাসন।
সরকারি নিষেধাজ্ঞা না মানায় প্রতিদিনের মত বামনা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিবেক সরকার এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মাস্ক না পরায় এবং নিয়ম না মানায় চলতি মাসের ১৪-২২ এপ্রিল ২০২১ সময়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বাজার, লঞ্চঘাট, খেয়াঘাট, সড়কে যানবাহনের ড্রাইভার, দোকানদার ও পথচারীদের মধ্যে ২৯ জনকে অর্থদন্ড দেয়া হয়। এ ২৯ জনের কাছ থেকে ২২,১৯০ টাকা জরিমানা করে মোবাইল কোর্ট।
বামনা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিবেক সরকার আমাদের সময়কে বলেন, করোনা প্রতিরোধে মাঠ পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে। সে সাথে লকডাউনসহ সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।