বরিশাল
বাবুগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার!
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের বাবুগঞ্জে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মোঃ ফাহিম (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের- ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতের যেকোনো এক সময় উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামে। মোঃ ফাহিম ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের ইমান আলীর পুত্র।
স্থানীয়রা জানায়, ফাহিমের বাবা মায়ের সাথে সম্পর্ক বিচ্ছেদ হয় বহু আগেই। সম্পর্ক বিচ্ছেদের পরে মা অন্যত্র বিয়ে করে সংসার শুরু করেন আর বাবাও আরেকটি বিয়ে করে বউকে নিয়ে চট্টগ্রামে বসবাস করছেন। ফাহিম তার ফুফুর সাথে থাকতেন। তিনি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। তবে কি কারনে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে তা কেউ জানাতে পারেনি।
থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতের কোন এক সময়ে বাড়ির উঠানের পাশের একটি আম গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। সকালে বাড়ির লোকজন গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ কে অবহিত করেন। খবর পেয়ে বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। কি কারনে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান জানান, মৃতদেহ উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।