বরিশাল
বাবুগঞ্জে উন্নত বীজ ও সার পেয়ে খুশি কৃষকরা
বাবুগঞ্জের দেহেরগতি গ্রামের কৃষক জাকির হোসেন ভীষণ খুশি। আসন্ন ঈদে নানান সম্ভাব্য খরচের চিন্তার মধ্যে তাঁর ৫০ শতক জমির জন্য আউশ ধানের ভালো জাতের বীজ সংগ্রহ এবং সার কেনার টাকা জোগাড় করতে তিনি যখন দুশ্চিন্তায় ভুগছিলেন ঠিক তখনই সুসংবাদ পেলেন। উপজেলা কৃষি কর্মকর্তা তাকে কল করে জানান- সরকার থেকে তিনি বিনামূল্যে উন্নত জাতের বীজ ধান ও সার পাওয়ার জন্য মনোনীত হয়েছেন।
এ খবরটি দরিদ্র কৃষক জাকির হোসেনের কাছে ঈদের মতোই খুশির খবর ছিল বলে জানালেন তিনি। শুধু জাকির একা নন, তার মতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন কৃষক আনোয়ার হোসেন, মাজেদ বেপারী, মনির হাওলাদার আর কৃষাণী বিলকিস বেগমও। কৃষি অধিদপ্তর থেকে মঙ্গলবার তারা সবাই বিনামূল্যে পেয়েছেন কৃষি প্রণোদনার উন্নত জাতের বীজ এবং দুই ধরনের সার।
বরিশালের বাবুগঞ্জে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি ভবনের প্রশিক্ষণ হলরুমে প্রণোদনার ওই কৃষি উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাকিলা রহমান। এসময় উপজেলার বাছাইকৃত ৪০০ কৃষকের প্রত্যেককে উফশী আউশ ধানের ৫ কেজি করে বীজ এবং ২০ কেজি করে এমওপি ও ডিএপি সার প্রদান করা হয়।