বরিশাল
বানারীপাড়ায় ৩৩৩ খাদ্য পেয়ে খুশি সাধারণ মানুষ
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বানারীপাড়ায় সরকার ঘোষীত ৩৩৩ খাদ্য সহায়তা পেয়ে খুশি এলাকার হত দরিদ্র অনেক পরিবার। ৩৩৩ তে কল করে খাদ্য পেয়ে সাধারণ পরিবার গুলোর সদস্যদের চোখেমুখে প্রশান্তির ছাপ লক্ষ করা গেছে।
বানারীপাড়া উপজেলা ও পৌর শহরে এ পর্যন্ত প্রায় সহ¯্রাধিক পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) বানারীপাড়া উপজেলা পরিষদ থেকে প্রায় শতাধিক পরিবার খাদ্য সামগ্রী নিয়ে যাবার সময় অনেকেই বলেন, করোনাকালীন সময় যে পরিমান খাদ্য সহায়তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন তাতে কর্মহীন দরিদ্র মানুষ অনেক ভালোভাবে তাদের সংসার চালাতে পেরেছেন।
উল্লেখ্য এছাড়াও কোভিড-১৯ শুরু থেকে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয় থেকে আসা (সাধারণ পরিবারের জন্য) সরকারের ভালোবাসার উপহার বরিশাল-২ আসনের সংসদ সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম তার নির্বাচনী এলাকা বানারীপাড়া ও উজিরপুর উপজেলার প্রকৃত সুবিধাভোগীদের মাঝে একাধিকবার বিতরণ করেছেন।
যার মধ্যে শিশুদের জন্যও ছিলো শিশু খাদ্য সহায়তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসার এ উপহার বিতরণকালে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল-হাসান এবং উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতী বিশ্বাস ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অনয় সাহা উপস্থিত ছিলেন। এখনও ৩৩৩ তে কল করলে এ দু’উপজেলায় মিলছে খাদ্য সামগ্রী।