বরিশাল
বাকেরগঞ্জ থানার এএসআই ইন্দ্রজিতকে পুলিশ লাইনে ক্লোজড
বাকেরগঞ্জ প্রতিনিধি ॥ বাকেরগঞ্জ বরিশালের বাকেরগঞ্জ থানার এএসআই ইন্দ্রজিত কুমার এদবরকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (৭ ফ্রেব্রুয়ারি) দুপুরে তাকে বাকেরগঞ্জ থানা থেকে ক্লোজড করে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সুত্র জানা গেছে, গত ২ ফ্রেব্রুয়ারি এএসআই ইন্দ্রজিত কুমার এদবর বাকেরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ভরপাশা গ্রামের শাহিন হাওলাদার নামের একজন ওয়ারেনভুক্ত আসামিকে থানায় ডেকে এনেও গ্রেপ্তার না করে ছেড়ে দেয়।
এমনকি ওই আসামির মালামাল ক্রোকের নির্দেশনা থাকলেও তিনি ৩ ফ্রেব্রুয়ারি শুক্রবার রাত ১০ টায় ওই আসামীর বাসায় গিয়ে মালামাল ক্রোক না করে বিনিময় করে চলে আসেন।
এ বিষয়ে ৫ ফ্রেব্রুয়ারি বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় বাকেরগঞ্জ থানার এএসআই ইন্দ্রজিৎ কুমার এদবরের বিরুদ্ধে “ওয়ারেন্টভুক্ত আসামিকে না ধরে অর্থ আত্মসাৎ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতেই টনক নড়ে জেলা পুলিশ সুপারের। সংবাদ প্রকাশের জের ধরে জেলা পুলিশের পক্ষ থেকে তদন্ত করে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের সত্যতা পাওয়া যায়। মঙ্গলবার ৭ ফ্রেব্রুয়ারি দুপুরে এএসআই ইন্দ্রজিতকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানান, এএসআই ইন্দ্রজিতকে পুলিশ লাইনে ক্লোজড করার বিষয় তিনি শুনতে পেরেছেন। তবে তিনি এ বিষয়ে এখনো কোন কাগজ হাতে পাননি।
জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম বাকেরগঞ্জ থানার এএসআই ইন্দ্রজিত কুমার এদবরকে পুলিশ লাইনে ক্লোজড করার বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পাওয়ায় তিনি নিজে এ বিষয় তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছেন।
এমনকি ওয়ারেন্টভুক্ত আসামিকে থানায় এনে গ্রেপ্তার না করা ও আদালত মালক্রোকের নির্দেশনা দিলেও সে মাল ক্রোক করেনি এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ তিনি নিজে তদন্ত করে সত্যতা পেয়েছেন বলে তাকে পুলিশ লাইনে শাস্তিমূলক ক্লোজড করা হয়েছে।