বরিশাল
বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
মোঃ বশির আহাম্মেদ, বাকেরগঞ্জ ॥ বরিশালের বাকেরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে প্রধান মন্ত্রীকে হত্যার হুমকিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমরার (২২ মে) বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন জায়গায় প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সৈয়দ মুজাম্মেল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোকলেচুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মো: মাসুদ আকন, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি খন্দকার জিয়াউর রহমান রিপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি তাহমিনা বেগম মিনু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি কালাম ডাকুয়া, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি মাইদুল ইসলাম মিরাজ, পৌর ছাত্রলীগ সভাপতি কাউসার হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।