বরিশাল
বাকেরগঞ্জে কৃষকের উপর কিশোর সন্ত্রাসীদের হামলা
নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জের দাঁড়িয়াল ইউনিয়নে মহিষে ধান খাওয়া নিয়ে দ্বন্দ্বে কিশোর সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন একজন কৃষক। আহত কৃষক তরিকুল ইসলাম সুমনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই কৃষক বাদী হয়ে গত রবিবার বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন।
মামলায় আসামী করা হয়েছে কিশোর সন্ত্রাসী বাবু শরীফ ও তার বাবা সোবাহান শরীফকে। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। গত ২৯ ডিসেম্বর দাঁড়িয়াল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ কাজলাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। মামলা সূত্রে জানা গেছে, ২৯ নভেম্বর দুপুরে পূর্ব শত্র“তার জের ধরে বাবু শরীফ তাদের পালিত কয়েকটি মহিষ তরিকুলের ধান ক্ষেতে উদ্দেশ্য প্রণোদিতভাবে নামিয়ে দিয়ে প্রায় পাকা ধানের ব্যাপক ক্ষতি সাধন করে। এ ঘটনার প্রতিবাদ করলে আসামী বাবু শরীফসহ ৩/৪ জন পরিকল্পিতভাবে লোহার রড ও লাঠিসোটা নিয়ে বাদীর উপর হামলা চালায়। এসময় আসামীরা তরিকুলকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে এবং সাথে থাকা একটি স্বর্ণের আংটি ও নগদ ৭ হাজার টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বাদী তরিকুল কে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা প্রদান করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশ মিমাংসার মাধ্যমে বিষয়টির সমাধান করবেন বলে আশ্বাস দেন।
এদিকে গ্রাম্য চিকিৎসায় সুস্থ না হওয়ায় গত ১৮ ডিসেম্বর তরিকুলকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে দাঁড়িয়াল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে গত শনিবার বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশে বসেছিলাম। কিন্তু আসামীপক্ষ বাবু ও তার বাবা সোবাহান সালিশ না মেনে উঠে যান। তাই সমাধান করা সম্ভব হয়নি।
তিনি বলেন, বাবু একটি উশৃঙ্খল ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, বাবু শরীফ একজন কিশোর সন্ত্রাসী। সে স্থানীয় কয়েকজন কিশোর ছেলেদের নিয়ে একটি গ্যাং পরিচালনা করে। এছাড়া মাতুব্বর বাজারের একটি পরিত্যক্ত ঘরে বসে মাদকের বেচাবিক্রী করে। তার দলের কিশোর গ্যাংদের এই কাজে ব্যবহার করে থাকে।