বরিশাল
বাকেরগঞ্জে একই রাতে এক গৃহবধূ ২ বার ধর্ষণের শিকার, ৩ দিন পর মামলা
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের বাকেরগঞ্জে একই রাতে এক গৃহবধূ দুইবার ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনার ৩ দিন পর গত শুক্রবার সকালে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে ২ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। তবে এই মামলার কোন আসামি পুলিশ গ্রেফতার করতে পারেনি।
মামলার অভিযোগে জানা যায়, ওই উপজেলার গারুড়িয়া এলাকার ওই গৃহবধূ গত মঙ্গলবার রাতে তার দুই সন্তানকে নিয়ে পাশের বাড়ি টিভি দেখতে যায়। এই সুযোগে তার ফাঁকা ঘরে ঢুকে আত্মগোপনে থাকে একই এলাকার মোহাম্মাদ আলী মীরের ছেলে আলাউদ্দিন। ওই গৃহবধূ টিভি দেখে নিজ ঘরে ফিরে রাতের খাবার খেয়ে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় আত্মগোপনে থাকা আলাউদ্দিন মীর জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে। পালিয়ে যাওয়ার মূহূর্তে ওই গৃহবধূর ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে অভিযুক্ত আলাউদ্দিকে আটক করে। পরে স্থানীয় ইউপি সদস্য বাবুল খান ওই বাড়ি গিয়ে আলাউদ্দিনকে পালিয়ে যেতে সহায়তা করে।
নির্যাতিত গৃহবধূ জানান, ওই রাতেই ভয়ভীতি প্রদর্শন এবং জোর জবরদস্তি করে তাকে ইউপি সদস্য বাবুল খান ফের ধর্ষণ করে। এ ঘটনার ৩দিন পর গত শুক্রবার থানায় অভিযোগ দেন নির্যাতিতা গৃহবধূ।
বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, ঘটনার ৩ দিন পর অভিযোগ পেয়ে মামলা রুজু করা হয়েছে। ঘটনার পরপরই অভিযোগ দিলে আসামিদের গ্রেফতার করা সহজ হতো। মামলা দায়েরের পর আসামিরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতারে অভিযান চলছে। অভিযোগ তদন্ত করে আদালতে প্রতিবেদন দেয়ার কথা বলেন তিনি।