বরিশাল
বাকেরগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার দাড়িয়াল ইউনিয়নের নেহালগঞ্জ এলাকার একটি ইটের ভাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে স্থানীয় আ’লীগের কয়েকজন নেতা-কর্মী উপস্থিত থাকলেও তারা পালিয়ে যায়।
বাকেরগঞ্জ থানার এসআই ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানানো হয় যে, দাড়িয়াল ইউনিয়নের একটি নির্দিষ্ট স্থানে নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পরিকল্পনা চলছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের সময় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হাওলাদার খেয়া পারাপার করার চেষ্টা করেন। তবে পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টা ব্যর্থ হয়। পরে তাকে আটক করা হয় এবং থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চেয়ারম্যান শহিদুল ইসলাম হাওলাদার ঘটনাটি সম্পর্কে সন্তোষজনক কোন জবাব দিতে পারেননি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম হাওলাদার দীর্ঘদিন ধরে দাড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। সম্প্রতি রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তিনি দলের বেশ কিছু কর্মীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।