বরিশাল
বাকেরগঞ্জের মেম্বার হাতকাটা মামুনকে কুপিয়ে হত্যা
বরিশাল ব্যুরো।।
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় এক ইউপি সদস্য(মেম্বার)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি জেলার বাকেরগঞ্জ উপজেলার ৫নং ফরিদপুর ইউনিয়নে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ইউনিয়নের ৩নং ওয়ার্ডের
মেম্বার মামুন হাওলাদার (ওরফে) হাতকাটা মামুনকে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে যায় দূর্বৃত্তরা।
(৪ডিসেম্বর) রাত আটটার দিকে ইউনিয়নের ইছাগুরা গ্রামের বটতলা এলাকায় রাস্তার পাশে ইউপি সদস্য মামুনের লাশ দেখতে পেয়ে স্বজন ও থানা পুলিশে খবর দেয় তারা।
মামুন হাওলাদার (ওরফে) হাতকাটা মামুন ইছাগুরা গ্রামের মালেক হাওলাদারের ছেলে। গত তিন মেয়াদ পর্যন্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার ছিলেন তিনি।
এবিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান বলেন, ফরিদপুর ইউনিয়নে ইউপি সদস্য মামুন হাওলাদারকে কে বা কাহারা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এবিষয়ে নিয়ে কাজ করছি তবে এঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
তিনি আরও বলেন এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি।