পটুয়াখালী
বাউফল প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত।
মোঃ দুলাল হোসাইন (বাউফল) নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ২০২১ সালের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৬ জানুয়ারী বাউফল প্রেসক্লাব মিলনায়তনে এ শপথ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক ভোরের ডাক পত্রিকার বাউফল প্রতিনিধি হারুন অর রশিদ খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ শপথ পাঠ করান।
উক্ত অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন সহকারী কমিশনার ভূমি আনিচুর রহমান বালি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজমুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মো. মনিরুজ্জামান, দৈনিক ইত্তেফাক বাউফল প্রতিনিধি অধ্যাপক আমিরুল ইসলাম, দৈনিক ভোরের কাগজ’র বাউফল প্রতিনিধি অতুল চন্দ্র পাল, দৈনিক সমকাল প্রতিনিধি জিতেন্দ্র নাথ রায় প্রমুখ।
বাউফল প্রেসক্লাব নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি দৈনিক জনকন্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক” মো. কামরুজ্জামান বাচ্চু, সহ-সভাপতি ডেইলি নিউ ন্যাশন পত্রিকার প্রতিনিধি মো. মঞ্জুর মোর্শেদ, সাধারন সম্পাদক দৈনিক ভোরের পাতা ও মাইটিভি প্রতিনিধি এম ওহিদুজ্জামান ডিউক, যুগ্ম সাধারন সম্পাদক দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি মো. জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মনিরুজ্জামান হিরোন, কোষাধক্ষ দৈনিক গনদাবী পত্রিকার প্রতিনিধি মো. ফারুক হোসেন, দপ্তর সম্পাদক অপরাধ অনুসন্ধান পত্রিকার প্রতিনিধি কহিনুর বেগম, ক্রীড়া সম্পাদক দৈনিক কীর্তনখোলা পত্রিকার প্রতিনিধি মোঃ মাইনুদ্দিন জিপু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য ভয়েজ অফ এশিয়া পত্রিকার প্রতিনিধি মো. জলিলুর রহমান, দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি মো. জহিরুল হক ভূঁইয়া, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি অধ্যাপক আমিরুল ইসলাম, দৈনিক প্রথম আলো পত্রিকার প্রতিনিধি এবিএম মিজানুর রহমান।