বরিশাল
বাউফলে ৯৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
পটুয়াখালীর বাউফলে রবিবার (১৪ এপ্রিল) দুপুরে মোঃ নাঈম হোসেন (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।
মো. নাঈম বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মোঃ মাসুদুর রহমানের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোয়াজ্জেম এবং এএসআই সাইফুলের নেতৃত্বে পুলিশ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তার কাছ থেকে ৯৯ পিস ইয়াবা উদ্ধার করে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’