পটুয়াখালী
বাউফলে ০৯ ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী ঘোষনা, ০৪ ইউনিয়নে নতুন মুখ।
মোঃ দুলাল হোসাইন, নিজস্ব প্রতিবেদক॥ সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদে আগামী ১১ এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।
তারই ধারাবাহিকতায় বাউফল উপজেলায় প্রথম ধাপে ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে। এরই মধ্যে ১৩ই মার্চ উপজেলার ০৯ টি ইউনিয়নের দলীয় প্রার্থী ঘোষনা করেছে আওয়ামীলীগ।
বাউফলের আওয়ামীলীগের প্রার্থীরা হলেন, (১)কাছিপাড়া- মোঃ রফিকুল ইসলাম তালুকদার, (২)কালিশুরী- অধ্যক্ষ নেসার উদ্দিন জামাল, (৩)ধূলিয়া- মোঃ হুমায়ন কবির, (৪)কেশবপুর- অধ্যক্ষ সালেউদ্দিন পিকু, (৫)কনকদিয়া- মোঃ শাহিন হাওলাদার, (৬)বগাঃ মোঃ মাহমুদ হাসান, (৭)আদাবাড়িয়া- মোঃ মন্জুরুল আলম তালুকদার, (৮)কালাইয়া- এস এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, (৯)চন্দ্রদ্বীপ- আমির হোসেন হাওলাদার।
মনোনয়নের তালিকায় আদাবাড়িয়া, কেশবপুর, ধূলিয়া এবং চন্দ্রদ্বীপ ইউনিয়নে ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে
১৩ নং আদাবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ শামসূল হক ফকিরের স্থলে এসেছেন মোঃ মন্জুরুল আলম তালুকদার ।
কেশবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন লাবলুর পরিবর্তে মনোনয়ন পেল অধ্যক্ষ সালেউদ্দিন পিকু।
ধূলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আঃ রবের পরিবর্তে মোঃ হুমায়ন কবির। চন্দ্রদ্বীপের বর্তমান চেয়ারম্যান মোঃ এনামূল হক আলকাস মোল্লার পরিবর্তে মোঃ আমির হোসেন হাওলাদার। গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে ব্যাপক ভোট পেয়ে জয়ী হয়েছিলেন আলকাস মোল্লা, অন্যদিকে বর্তমানে দলীয় মনোনয়ন পাওয়া আমির হোসেন হাওলাদার গতবারও দলীয় মনোনয়ন পেয়েও পেয়েছিলেন মাত্র ৮৩৫ ভোট।
এ বিষয়ে বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার প্রতিবেদককে জানান, বাউফলের মাটি ও মানুষের নেতা জননেতা আ স ম ফিরোজের নেতৃত্বে আওয়ামীলীগ পরিবার সম্মিলিত ভাবে উৎসব মুখর পরিবেশে নির্বাচন করবে।
০৯ ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে কাগজের ব্যালট ও ১টিতে (বগা ইউনিয়নে)ইলেকট্রনিক ভোটিং মেশিন(ইবিএম) ব্যবহার করে ভোট গ্রহণ করা হবে।