পটুয়াখালী
বাউফলে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত
মোঃ দুলাল হোসাইন,নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর বাউফলে বেপরোয়া ট্রলি গাড়ীর চাপায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষক নিহত হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে,শনিবার (১৬ জানুয়ারী-২০২১) সকাল ৯টার সময় উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রভাষকের নাম সৈয়দ সরোয়ার হোসেন(৩২)১২ নং বাউফল ইউনিয়নের জৌতা গ্রামের আঃ গনি সিকদারের ছেলে । তিনি কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক ছিলেন । মৃত্যুকালে তিনি তার স্ত্রী, শিশু সন্তান, মা-বাবা, ভাই-বোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে গন্তব্যে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি গাড়ী ওই প্রভাষককে চাপা দেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।