বরিশাল
বাউফলে ঘুমন্ত নানি-নাতনিকে কুপিয়ে জখম: যুবক গ্রেপ্তার
বাউফল প্রতিবেদক ॥ পটুয়াখালীর বাউফল উপজেলায় ঘুমন্ত নানি-নাতিকে কুপিয়ে জখম করার ঘটনায় আপেল মাহমুদ সিয়াম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ এপ্রিল) সকালে উপজেলার কনকদিয়া ইউনিয়নের বউলতলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সিয়াম বউলিতলী গ্রামের আল মামুনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ এপ্রিল) রাত ৩টার দিকে কনকদিয়া বউলতলী গ্রামের রাশেল হাওলাদারের ঘরের সিঁধ কেটে ঢুকে ঘুমন্ত অবস্থায় নানি রওশন বেগম (৬২) ও নাতনি হাবিবাকে (১৩) কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার ৪ মার্চ রাতে বাউফল থানায় হাবিবার বড় ভাই রাশেল হাওলাদার বাদী হয়ে মামলা করেন।
বাউফল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আনিচুল হক জানান, নানি-নাতিকে কুপিয়ে জখম করার ঘটনায় সিয়াম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।