পটুয়াখালী
বাউফলে গাড়ির চাকায় পৃষ্ট হয়ে যুবক নিহত
পটুয়াখালীর বাউফল-কালিশুরী সড়কে ব্যাটারিচালিত অটোগাড়ির চাকায় পৃষ্ট হয়ে মো. সোহাগ গাজী (৪০) নামের এক ড্রাইভার নিহত হয়েছেন। বুধবার (৫ জুন) সকালে কালিশুরী হাইস্কুলের কাছে এ ঘটনা ঘটেছে।
নিহত সোহাগ গাজীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠি গ্রামের মো. কলম গাজীর ছেলে।
জানা গেছে, সোহাগ গাজী ঘটনার দিন ভোর রাত সাড়ে ৪টার দিকে তার ব্যাটারী চালিত অটো গাড়িতে করে ধুলিয়া লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে বাউফলের উদ্দেশে আসছিল। সকাল ৫টার দিকে কালিশুরী হাইস্কুলের উত্তর পাশে সড়কের মোড়ে ঘুড়তে গিয়ে বিপরীত দিক থেকে আসা অন্য একটি অটো গাড়ির সাথে ধাক্কা লেগে সোহাগ গাজী গাড়ি থেকে ছিটকে নিচে পরে গাড়ির চাকায় পৃষ্ট হয়ে মাথায় ও বুকে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, নিহত সোহাগের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।’