পটুয়াখালী
বাউফলে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ,মোঃ দুলাল হোসাইন ॥ মুজিববর্ষে কোভিড ১৯ এর স্বাস্থ্য বিধি মেনে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সভা ২০২০ অনুষ্ঠিত হয়েছে ২৮|১২|২০২০ রোজ সোমবার সকাল ১০টায় উপজেলা প্রসাশনের সহযোগীতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার , সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বালী , পটুয়াখালী নিরাপদ খাদ্য অফিসার মোঃ আবু রায়হান , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ অহিদুদজামান, উপজেলা সমাজসেবা অফিসার মনিরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া,১৫ নং চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লা , সাংবাদিক দেলোয়ার হোসেন,সাংবাদিক মনজুর মোরশেদ, সাংবাদিক শফিকুল ইসলাম,ইমাম হোসেন মনা প্রমূখ।