বরিশাল
বাউফলে কিশোর গ্যাংয়ের হামলায় আহত -১
পটুয়াখালীর বাউফল হাসপাতাল রোডস্থ সূচনা ফার্মেসীর সামনে কিশোর গ্যাং ও মাদক সেবীদের লিডার রাকিব হোসেনের (১৬) নেতৃত্বে একদল সন্ত্রাসী মোঃ রাকিব হোসেন (১৭) নামের এর উপর এলোপাতাড়ি হামলা ও তার সাথে থাকা স্বর্ণের চেইন ও টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
শনিবার (২০ এপ্রিল) দুপুর সোয়া ১২ টার দিকে এ ঘটনাটি ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় এ ঘটনাটি ভাইরাল হয়েছে। রাকিব মদনপুরা ইউনিয়নের মাওলানা বাদশা মিয়ার ছেলে। হামলায় আহত রাকিব হোসেনকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রাকিব ঢাকা থেকে মামার বাসায় বেড়াতে আসলে সন্ত্রাসীরা তাকে মারধর করে তার সাথে থাকা স্বর্ণ ও টাকা লুট করে নিয়ে যায় । এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোনিত কুমার গায়েন, বলেন ব্যাপারটা আমরা শুনেছি এবং ভিডিওটা দেখেছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।