বরিশাল
বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার শোক সভা
শিক্ষক আন্দোলনের অসীম সাহসী যোদ্ধা, বাংলাদেশের শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক মোঃ আবুল কালামের স্মরনে শোক সভা অনুষ্ঠিত হয়। ১৩ জুন বৃহস্পতিবার সকালে নগরীর শিল্পকলা একাডেমি হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার আয়োজনে শিক্ষক নেতা মোঃ আবুল কালাম স্বরনে শোক সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি সুনীল বরন হালদার।
শোক সভায় স্মৃতি চারন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবুল কাশেম। এছাড়াও শোক সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার উপদেষ্টা ও বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বরিশাল শাখার আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, শিক্ষক নেতা মরহুম আবুল কালামের জেষ্ঠ কন্যা বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ইসরাত জাহান মীম। শোক সভায় আরো বক্তৃতা করেন আঞ্চলিক শাখার উপদেষ্টা ফরিদুল আলম জাহাঙ্গীর, দাশ গুপ্ত আশীষ কুমার।
এসময় শোক সভায় উপস্থিত ছিলেন সামাজিক, সাংস্কৃতিক, সুধী সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ, বাংলাদেশ আঞ্চলিক শাখার নেতৃবৃন্দসহ অন্যান্য শাখার নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ। শিক্ষক নেতা মরহুম আবুল কালামের জেষ্ঠ কন্যা বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ইসরাত জাহান মীম বাবার স্মৃতি চারন করতে গিয়ে বলেন, আমার বাবা আমাদেরকে যেমন সন্তানের মত ভালবাসতেন ঠিক তেমনি বাংলাদেশ শিক্ষক সমিতি আঞ্চলিক শাখাকেও তার অন্য একটি সন্তানের মত ভালবাসতেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি শোক কন্ঠে বলেন আবুল কালাম ছিলেন সদালাপী, সদা ভাষ্য, সফল মানুষ, তিনি আমাদের সাথে ঢাকার রাজপথে প্রতিটা সংগ্রামে অগ্রভাগে থেকে সবাইকে উৎসাহিত করতেন। তার এই শূন্যস্থান পূরন হবার নয়। বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি সুনীল বরন হালদার শোক বক্তব্যে বলেন শিক্ষক আন্দোলনের অসীম সাহসী যোদ্ধা শিক্ষকদের সমস্যা ও সংকটে ক্লান্তিহীন পদাতিক বাংলাদেশ শিক্ষক সমিতি আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক আবুল কালামের মৃত্যুতে আমাদের যে অপূরনীয় ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে পারবো কি না জানি না। শোক সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।