বরিশাল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলোর ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রীড়া সংগঠক মো. আলমগীর খান আলো বুধবার (১৯ জুন) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মুর্শিদ আবেদীন। তাঁর মৃত্যুতে ঢাকার ক্রীড়াঙ্গন এবং বরিশালে নেমে আসে শোকের ছায়া।
পারিবারিক সূত্রে জানা গেছে, আলমগীর খান আলো দীর্ঘদিন অসুস্থতা জনিত কারণে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ রাজধানী ঢাকার বনানী এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার সেখানেই মৃত্যুবরণ করেন এই ক্রীড়া ব্যক্তিত্ব।
আরো জানা গেছে, বুধবার রাতে (বাদ এশা) বরিশাল নগরীর নিজ বাসভবনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে করা হবে সমাহিত।’