বরিশাল
বর্নাঢ্য আয়োজনে বরিশালে নিসচার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনে দেশের প্রতিটি জেলার উপজেলার ন্যায় বরিশালেও নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
আজ ১লা ডিসেম্বর বিকেল ৩ টায় কেক কাটা, র্যালী, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে নিসচার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে বরিশাল জেলা কমিটির সদস্যরা।
র্যালীটি বরিশাল নগরীর সার্কিট হাউস থেকে শুরু করে কাকলীর মোড় হয়ে টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। নিসচার সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমান।
নিসচা জেলা কমিটির সভাপতি মো: রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি হাবিবুর রহমান চৌধুরী মামুন, মো: সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক বি.এম শহীদুল ইসলাম মাখন, প্রচার সম্পাদক রবীন্দ্রনাথ রবিন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড গোলাম মর্তুজা তপু, দূর্ঘটনা বিষয়ক সম্পাদক এসএম রুবেল মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল নাফিজা সোমা, অর্থ সম্পাদক গোলাম কিবরিয়া অপু, ক্রীয়া সম্পাদক মো: মেহেদী হাসান দিপু, সদস্য মাইনুল হাসানসহ অন্যান্যরা।