বরিশাল
বরিশাল সিটি কর্পোরেশন ৮টি পদে কর্মকর্তা নেবে,
বিজ্ঞপ্তি ॥ বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন আট পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক জনবল নিয়োগ দেওয়া হবে। সিস্টেম ম্যানেজার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার, সহকারী সিস্টেম ম্যানেজার, সহকারী নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার, ওয়েব ডিজাইনারসহ কয়েকটি পদে নিয়োগ দেওয়া হবে।
পদ ও সংখ্যা ঃ ১। সিস্টেম ম্যানেজার: ১টি ২। সফটওয়্যার ইঞ্জিনিয়ার: ১টি ৩। নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার: ১টি ৪। সহকারী সিস্টেম ম্যানেজার: ১টি ৫। সহকারী নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার: ১টি ৬। ওয়েব ডিজাইনার: ১টি ৭। ভিডিও এডিটর: ১টি ৮। ইমেজ এডিটর: ১টি প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এজন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় মূল সনদপত্র দেখাতে হবে। যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া নিয়মানুযায়ী আগামী ২২ ডিসেম্বরের মধ্যে পদগুলোয় আবেদন করতে হবে।