বরিশাল
বরিশাল সদর উপজেলায় জনতার চেয়ারম্যান হতে চায় খোকন
নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল সদর উপজেলায় জনতার চেয়ারম্যান হতে চান রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান খোকন। সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেষ কাটতে না কাটতেই বইছে উপজেলা পরিষদ নির্বাচনী হাওয়া। কয়েকটি ধাপে নেওয়া নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা হবে এ মাসের শেষের দিকে। বরিশালে জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ হলেও শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনী আলাপ। চলতি মাসেই উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার খবরে সম্ভাব্য প্রার্থীরা যে যার মত প্রচারে নেমেছেন। সর্বত্রই চলছে আলোচনা, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কারা হবেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী। নির্বাচনী আলোচনায় সাধারণ ভোটারদের মুখে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ হাবিবুর রহমান খোকনের নাম শোনা যাচ্ছে সর্বত্র।
নির্বাচনী আলোচনায় আসা সাবেক এই ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান খোকন সম্পর্কে খোঁজখবর নিয়ে জানা যায়, দীর্ঘ বছর যাবত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করা একজন লড়াকু সৈনিক। ১৯৯২ সাল থেকে সক্রিয়ভাবে আওয়ামী পরিবারের সদস্য হাবিবুর রহমান খোকন। এজন্য জেল-জুলুমের শিকার হয়েছেন বহুবার। দলীয় আদর্শের প্রতি অবিচল ত্যাগ, ধৈর্য্যশীল ও সংগ্রামী নেতা হিসেবে পরিচিত। এবার বরিশাল সদর উপজেলার সম্ভাব্য প্রার্থী তিনি। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা পাঁচ বছর রায়পাশা-কড়াপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজনীতিতে বরিশাল সদর আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারি হিসেবে পরিচিত। যে কারনে ২০২১ এর ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হয়নি তাকে। পরে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু ইউনিয়নবাসীর ভালবাসার কাছে হার মানতে হয়েছিল। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তৎকালীন সিটি মেয়র সাদিকের মনোনীত প্রার্থী ও সাদিকপন্থী নেতা-কর্মীর রোষানলে পড়ে অনেকটা অসহায় হয়ে পরাজয় বরন করতে হয়েছিল তাকে। তাই এবার বর্তমান সংসদ সদস্য কর্নেল অব. জাহিদ ফারুক শামীম পুনরায় পানিসম্পদ প্রতিমন্ত্রী হওয়ায় উপজেলা নির্বাচনে নৌকার মাঝি হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন হাবিবুর রহমান খোকন।
এদিকে টানা পাঁচ বছর চেয়ারম্যান থাকাকালীন নিজ এলাকায় তিনি নিজস্ব অর্থায়নে ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। মসজিদ, মাদ্রাসা নির্মাণ থেকে শুরু করে অনেক সামাজিক কাজে তিনি অনন্য ভূমিকা রেখেছেন। বছরের পর বছর ধরে এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের ধারার সাথে রয়েছে তার নিবিড় সর্ম্পক। ফলে সাধারণ মানুষ থেকে সকলস্তরের নেতাকর্মীর কাছে প্রাণপ্রিয় হয়ে উঠেছেন খোকন। পাশাপাশি বরিশাল বিভাগীয় দক্ষিণাঞ্চল শিল্পী পরিষদের সভাপতিও তিনি। যার হৃদয়-আঙিনায় সবটুকু দরদ আর ভালবাসা নিঃস্বার্থ ভাবে বিলিয়ে দিয়েছেন শিল্পীগোষ্ঠীর মাঝে। অসহায় ও দুস্থ শিল্পীদের জন্য গড়ে তুলেছেন কল্যান তহবিল। যেখান থেকে প্রতিবছর অসহায় শিল্পীদের মাঝে দেয়া হয় আর্থিক প্রণোদনা। তিনি একজন দক্ষ সংগঠক হিসেবেও বেশ পরিচিত। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল সদর উপজেলায় নৌকার মাঝি হতে ইতোমধ্যেই হাবিবুর রহমান খোকনের নাম জোড়ালো ভাবেই মানুষের মুখে শোনা যাচ্ছে।
এ বিষয়ে মোঃ হাবিবুর রহমান খোকন বলেন, আমি ১৯৯২ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। বরিশাল সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক ছিলাম। বর্তমানে বরিশাল সদর উপজেলা আওয়ামীলীগের কমিটির একজন মেম্বার। তাই দলের একজন ত্যাগী কর্ম হিসেবে এটা আমার প্রাপ্য বলে আমি মনে করি। আমি বিগত দিন থেকে বরিশালের মানুষের পাশে ছিলাম, আগামীতেও মানুষের সেবা করার লক্ষ্যে উপজেলা নির্বাচন করতে চাই।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে আমি সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান পদে দল যদি আমাকে চায় তাহলে আমি জনগণের জন্য নির্বাচন করবো। আর আমি নেতা নয়, জনতার চেয়ারম্যান হতে চাই। জনগনের ভালবাসা নিয়ে আমি সামনের দিকে অবশ্যই এগিয়ে যাবো ইনশাআল্লাহ।