বরিশাল সদর
বরিশাল সদর উপজেলার বুখাইনগর বাজারে ০৫ টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে বরিশাল সদর উপজেলার বুখাইনগর বাজারে ০৫ টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। ২৭ জুলাই সোমবার বরিশাল সদর উপজেলার বুখাই নগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ০৫ টি ব্যবসা প্রতিষ্ঠান কে ১৭,০০০/- জরিমানা আরোপ করা হয়। অভিযান চলাকালে মুদি দোকান, ঔষধের দোকান, ফলের দোকান, বেকারী, কসমেটিকসের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে তদারকি করা হয়। তদারকির সময় বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরুত্ব মেনে চলার জন্য অনুরোধ করা হয়। কোরবানীর পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ ও বিপণন করার জন্য উপস্থিত জনগণকে সচেতন করা হয়। সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন ১০ এপিবিএন বরিশালের একটি টিম। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।