রাজনীতি
৩৪ যোদ্ধার কর্মস্থলে যোগদান
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৭৬ যোদ্ধার করোনা জয়
নিজস্ব প্রতিবেদক।। করোনা পরিস্থিতিতে ফ্রন্ট লাইনের যোদ্ধা হিসেবে যারা কাজ করছেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ পুলিশ। যারা শুরু থেকেই করোনা পরিস্থিতিতে ভূমিকা রেখে চলছেন। করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ব্যক্তিদের দাফন, সৎকার থেকে শুরু করে সবই করে চলছেন তারা। আর এটা করতে গিয়ে সারাদেশেই মরণঘাতী করোনাভাইরাসে ছোবলে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঠিক একই চিত্র বরিশালেও। প্রায় প্রতিদিনই করোনা সম্পর্কিত হালনাগাদ তথ্যে উঠে আসছে বরিশাল মেট্রোপলিটন, জেলা এবং রেঞ্জে পুলিশে কর্মরত সদস্যদের নাম। তবে এর মধ্যে আশঙ্কাজনক হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশে। গত ৯ মে থেকে এখন পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ১৮৩ জন সদস্য মহামারি করোনায় আক্রান্ত হয়ছেন । এর মধ্যে ৭৬ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। এবং ৩৪ জন পুলিশ সদস্য আজ বুধবার ২৪ জুন কর্মস্থলে যোগদান করেছেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এখনো পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য এএসআই হাবিবুর রহমান করোনার উপসর্গ নিয়ে গতকাল ইন্তেকাল করেছেন। এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশে আক্রান্ত সদস্যদের মধ্যে সুস্থতার হারও বাড়ছে। জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন বিএমপি’র এসকল যোদ্ধরা।