বরিশাল
বরিশাল মহানগর বিএনপি সকল ওয়ার্ড কমিটি ভেঙ্গে দেয়া হল
নিজস্ব প্রতিবেদক॥ আগামী সরকার বিরোধী আন্দোলন-সংগ্রামে ওয়ার্ড ভিত্তিক দলের নেতা-কর্মীদের কার্যক্রম গতিশিল করার লক্ষে বরিশাল মহানগর বিএনপির ত্রিশটি ওয়ার্ডের পূর্বের সকল কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি কার্যলয়ে এক জরুরী আলোচনা সভায় সর্বসম্মত্তিক্রমে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে বরিশাল মহানগর আহবায়ক কমিটি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খানের সভাপতিত্বে দলের জরুরী সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হায়দার বাবুল,সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ,যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদার,যুগ্ম আহবায়ক আলহাজ্ব কেএম শহিদুল্লাহ,যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহবায়ক এ্যাড, শাহ্ধসঢ়; আমিনুল ইসলাম আমিন,যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাসুদ,সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর সদস্য জুলহাস উদ্দিন মাসুদ, সদস্য সাইফুল ইসলাম বিপু,বদিউজজামান টোলন সহ বিভিন্ন সদস্যবৃন্দ।