বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রথম নিয়োগেই অনিয়ম, বোর্ড বাতিল
নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠায় চাপের মুখে তা বাতিল করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গতকাল রোববার আগের বোর্ড বাতিল করে আগামী ৫ মে নতুন করে নিয়োগ বোর্ড বসানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। উপাচার্য হওয়ার পর প্রথম নিয়োগ কার্যক্রমেই অনিয়মের অভিযোগ ওঠায় প্রশ্নের মুখে পড়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুইয়া।
নিয়োগ বোর্ড ও প্রার্থী সূত্রে জানা গেছে, আস্থাভাজন একজন শিক্ষককে সহযোগী অধ্যাপক পদে নিয়োগ দিতে পিএইচডিধারী দুই প্রার্থীকে ইন্টারভিউ কার্ড দেননি বলে অভিযোগ ওঠে উপাচার্যের বিরুদ্ধে। সংক্ষুব্ধ প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবু সালেহ এ নিয়ে উপাচার্যকে উকিল নোটিশ দেন।
নিয়োগ বোর্ড পুনরায় গঠনের দাবিতে উপাচার্য, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, দুদক চেয়ারম্যানসহ সব সিন্ডিকেট সদস্যের কাছে লিখিত আবেদনও দিয়েছেন তিনি।
বোর্ডে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই শিক্ষককে বঞ্চিত করা হয়েছে কি না, জানতে চাইলে রেজিস্ট্রার বলেন, অভ্যন্তরীণ যিনি শিক্ষক (মাসুম সিকদার) রয়েছেন, তাঁর পদ পুনর্বিন্যাসের সময় হওয়ায় বোর্ড বসানো হয়েছিল।
অপর প্রার্থী শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের সহকারী অধ্যাপক ড. মাহবুবুর রহমান জানান, তিনি গতকাল ই-মেইলে ইন্টারভিউ কার্ড পেয়েছেন।
এ ব্যাপারে উপাচার্য ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুইয়া বলেন, একজন প্রার্থী ইন্টারভিউ কার্ড পাননি এমন প্রশ্ন তোলায় নিয়োগ কার্যক্রম স্বচ্ছ করার জন্য পুনরায় বোর্ড গঠন করা হয়েছে। আগের বোর্ডের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, সিন্ডিকেট সভা না হওয়া পর্যন্ত বাতিল হওয়া বোর্ডের সিদ্ধান্ত বলা যাবে না। তাঁর দাবি, বিভিন্ন কথা ছড়ালেও নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ করার চেষ্টা করছেন।