বরিশাল
বরিশাল বিভাগের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাকেরগঞ্জ উপজেলা পরিষদের তৃতীয় বারেরমত নির্বাচিত চেয়ারম্যান এবং বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুল আলম চুন্নু।
তিনি বাকেরগঞ্জ উপজেলায় শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে বরিশাল বিভাগের মধ্যে অন্যান্য উপজেলার চেয়ে বেশী মানসম্মত ভূমিকা রেখেছেন। বরিশাল বিভাগের সকল উপজেলার পরিষদের চেয়ারম্যানের মধ্যে তিনি শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার এই শ্রেষ্ঠত্ব অর্জন বাকেরগঞ্জ উপজেলাবাসীর প্রতিটি মানুষের গৌরব।
বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু সাংবাদিকদের জানান, আমি দীর্ঘদিন যাবত বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমি আমার সাধ্যমত দলের দুঃসময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সকল প্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।
আমি আমার উপজেলা পরিষদের বরাদ্দ ছাড়াও আমার বাকেরগঞ্জ উপজেলার মানুষের জন্য ব্যক্তিগতভাবে তাদের যতটুকু পেরেছি সাহায্য সহযোগিতা করেছি। আমি চাই, যতদিন বেঁচে আছি সাধারণ মানুষের সেবার মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলার সকল প্রকার উন্নয়নমূলক কর্মকান্ডের মধ্য দিয়ে একটি আধুনিক শহর গড়তে।