বরিশাল
বরিশাল বিভাগকে আওয়ামী লীগের শক্তিশালী দুর্গ হিসেবে গড়ে তোলা হবে-আবুল হাসানাত আব্দুল্লাহ
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ বলেছেন, তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকরাই হচ্ছেন দলের প্রাণ। তাই দলের নেতাকর্মীদের সু-সংঠিত করার কোন বিকল্প নেই। সরকারের উন্নয়নের ইতিহাস জনগনের দ্বারে দ্বারে পৌঁছে দিতে দলের তৃণমূল কর্মীদের কোন বিকল্প নেই।
দলের নেতৃত্বস্থানীয় নেতৃবৃন্দের প্রতি দলের তৃণমূল পর্যায়ের কর্মীদের যথাযথ মূল্যায়ন করার নির্দেশনা প্রদান করে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ আরও বলেন, দেশ বিদেশের ষড়যন্ত্রকারীদের শত ষড়যন্ত্র আর বাঁধা উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐক্লান্তিক প্রচেষ্টায় নিজস্ব অর্থায়নে বাংলার গর্ব পদ্মা সেতু আজ ইতিহাসের বাস্তব রুপ। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ঘোষণার পর থেকেই ষড়যন্ত্রকারীরা বিভিন্ন মিথ্যা অপপ্রচার ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে।
সোমবার (৬ জুন) বেলা এগারোটায় বরিশাল জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ বিরোধী দলগুলোর প্রতি ইঙ্গিত করে বলেছেন, কেউ ভাববেন না ওরা ঘুমিয়ে আছে। তারা তাদের কাজ ও ষড়যন্ত্র দুটি সমান তালে করে যাচ্ছে। ওই সকল ষড়যন্ত্রকারীদের রুখে দাঁড়াতে হবে।
আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত বর্ধিত সভায় আবুল হাসানাত আব্দুল্লাহ আরও বলেন, বরিশাল বিভাগকে আওয়ামী লীগের শক্তিশালী একটি দুর্গ হিসেবে গড়ে তোলা হবে। এজন্য বাকি থাকা জেলা ও উপজেলাগুলোতে সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের কমিটি গঠনের জন্য তিনি নির্দেশ প্রদান করেন।
সভায় করোনাকালীন সময়ে বীর মুক্তিযোদ্ধা, শহীদ জননী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাহান আরা বেগমসহ দলের নেতাকর্মীদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহন করে সকলের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। আগামীকাল মঙ্গলবার (৭ জুন) শহীদ জননী সাহান আরা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল ক্লাবে সকল নেতাকর্মীদের উপস্থিত থেকে দোয়া-মোনাজাতে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রীর কারা মুক্ত দিবস পালন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে কাঁঠালবাড়িতে দশ লাখ লোকের সমাগম ঘটাতে বরিশালের আওয়ামী লীগের বিশেষ ভূমিকা রাখতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।
বৈশ্বিক মহামারি করোনার কারণে গত দুইবছর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও দুইবারের সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জেলা আওয়ামী লীগ সহসভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মনসুর আহম্মেদ, অন্যতম নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর প্রমুখ।
বিশেষ বর্ধিত সভায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।