বরিশাল
বরিশাল বিএম কলেজ গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক : গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ শাখার ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) নগরীর একটি হলরুমে অনুষ্ঠিত সভায় এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এই কমিটিতে মো. মহিবুল্লাহকে আহ্বায়ক, শান্ত পালকে যুগ্ম আহ্বায়ক ও জয় সাহাকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির বাকি আট সদস্য হলেন- ওমর ফারুক, সৌরভ হাওলাদার, সানজিদা ইসলাম শান্তা, অর্ঘ্য দাস, ইমদাদুল ইসলাম সুজন, গোলাম রাব্বি সাজিন, হৃদয় চন্দ্র পাইক ও তাকাসুর মিথিলা।
নব-নির্বাচিত নেতারা বলেন, ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা শোষণ ও বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। দেশের সব মানুষের সম-অধিকার নিশ্চিতে তারা কাজ করবেন বলে সভায় জানান বক্তারা।