বরিশাল
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড. আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমিনুল হক। বুধবার (৬ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসা. রেবেকা সুলতানার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, এর মাধ্যমে দু’মাস পরে নতুন অধ্যক্ষ পেল সরকারি ব্রজমোহন কলেজ। আজ বৃহস্পতিবার (৭মার্চ) অধ্যাপক ড. মো. আমিনুল হক এ কলেজের ৮০তম অধ্যক্ষ হিসেবে বিএম কলেজে যোগদান করেন।
এ সময়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে কলেজের লেখাপড়ার মান উন্নয়ন এবং সমস্যা সমাধানে শিক্ষক-শিক্ষার্থীসহ সব সংগঠনের সহযোগিতা চান তিনি।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হয়েছে।’