বরিশাল
বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ইশা ছাত্র আন্দোললের পক্ষ থেকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক ॥ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি ইসমাইল হোসেন নেগাবান ও সাধারণ সম্পাদক কাজী মিরাজসহ সকল নির্বাচিত প্রতিনিধিদের ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা প্রদান কালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম বলেন, সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। তারা প্রকাশিত করে অপ্রকাশিত সকল সত্য ।সাংবাদিকদের কলম অন্যায়ের বিরুদ্ধে প্রতিনিধিত্ব করে সত্যের । তিনি আরো বলেন আমাদের প্রত্যাশা সাংবাদ কর্মীরা তাদের স্বকীয় ধারায় বজায় থাকবে এবং দলীয়করণে বাইরে এসে প্রচার করবে সত্যনিষ্ঠ সংবাদ।
এসময় উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি মুহাম্মাদ সালমান ফারসী,সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম খান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী মুহাম্মাদ রেদোয়ান, সাহিত্য সংস্কৃতি সম্পাদক নাজমুল ইসলাম সুজন, মডেল থানা উত্তর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাসিবুল্লাহ,সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ তুনান মাহমুদ।