বরিশাল সদর
বরিশাল প্রেসক্লাবের সহকারী নির্বাচন কমিশনারের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল প্রেসক্লাবের সভাপতি, সম্পাদক এবং প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের পর থেকে চলছে কানাঘুষা। তবে নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে আদালত নির্দেশনা মানছে না প্রধান নির্বাচন কমিশনার এম.এম আমজাত হোসেন। তিনি এই বিষয়টি নিয়ে মতামত না মিলের কারনে সহকারী নির্বাচন কমিশনার দেবাশীষ চক্রবর্তী নিজেই পদত্যাগ করেছেন।
পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, তিনি আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তাই তিনি বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য(আইনজীবি)দের মতামত নিয়েই নির্বাচন কমিশনারের পদে অপারগতা প্রকাশ করেন।